নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : দিনের শেষে সূচক এসে দাঁড়ায় ৬৬,৭৯৫.১৪ অংকে ।নজির গড়ে নিফটি এসে দাঁড়িয়েছে ১৯,৭৮৫.৪০ য়ে ।বিশেষজ্ঞ রা সতর্কবার্তা দিয়ে বলেছেন তেঁতে ওঠা বাজার সাধারণ লগ্নিকারীদের জন্য ঝুঁকি আচমকা বড় পতনের মুখে পড়তে হবে ।তাই তারা বলেছেন লগ্নি করতে হলে বুঝে শুনে পা ফেলতে হবে ।