নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আর্থিক দুর্নীতি মামলায় গত বুধবার কলকাতার একটি নামি নির্মাণ সংস্থায় তিনটি অফিসে এক যোগে হানা ও তল্লাশি চালায় ইডির আধিকারিক রা ।সূত্রের দাবি ওই নির্মাণ সংস্থার বিরুদ্ধে বেআইনি লেনদেনের অভিযোগ রয়েছে ।ইডি সূত্রের দাবি
তল্লাশিতে বেশ কিছু নথিপত্র উদ্ধার হয়েছে ।কয়লা-গরুপাচারের মত এই সংস্থা মারফৎ বেআইনি লেনদেনের সঙ্গে কিছু প্রভাবশালীর যোগ ও পেয়েছে ইডি ।