নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে পশ্চিমবঙ্গে কয়লা ,গরুপাচার ,শিক্ষা ও পুরসভার নিয়োগ দুর্নীতি মামলা দায়িত্ব প্রাপ্ত অফিসার সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় যুগ্ন অধিকর্তা ,এস ভেনুগোপাল কে বদলি করা হলো হায়দ্রাবাদে ।তার জায়গায় এসেছেন মহারাষ্ট্র থেকে রাজেশ প্রধান ।সূত্রের খবর নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে বার বার হাইকোর্টে ভৎসনার মুখে পড়েছে সিবিআই ।তদন্তের গতি আনতে তাই এই বদলি ।