খবর > Country

২০২৪ লোকসভার বিরোধী জোট তৈরি করার আগেই আঘাত

Updated : 07/22/2023, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী ২০২৪ সালে লোকসভা তে বিজেপি কে হারাতে  ২৬ টি দল  মিলে  বেঙ্গালুরু তে তৈরি  করেছিল ইন্ডিয়া  নামক একটি মহাজোট ,কিন্তু পাঞ্জাবে লোকসভা নির্বাচন কে নিয়ে কংগ্রেস ও আপের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো ।পাঞ্জাবে আপ সরকার  কে করা ভাষা তে নিন্দা করেছে পঞ্জাব রাজ্যের বিরোধী দলনেতা ,কংগ্রেসের প্রতাপ সিংহ বাজওয়া ।তিনি বলেন "আপ পাঞ্জাবে  ক্ষমতা  তে  আসার পর অর্থনীতির ভাবে ও আইন শৃঙ্খলার দিক থেকে রাজ্য টি পিছিয়ে পড়েছে ।২৪ শালের  নির্বাচনে আপ কে সরিয়ে কংগ্রেস এই জিতবে ।

 

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।