খবর > Country

মেট্রো কে জায়গায় করে দিতেই ৫ টি ক্লাব কে সাময়িক ভাবে সরতে হবে

Updated : 07/23/2023, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : জমি জোটে  আটকে রয়েছে জোকা এসপ্ল্যানেড  মেট্রো প্রকল্পের কাজ ,মূলত মোমিনপুর থেকে স্প্লানেডের অংশে নির্মাণের কাজ বন্ধ রয়েছে । পার্ক স্ট্রিট এবং এস্প্লানেডের নতুন মেট্রোর মাটির নিচের স্টেইন তৈরির জন্য অনেক খানি জমি প্রয়োজন সেই জন্য বিধান মার্কেট ছাড়াও স্টেশন নির্মাণের জন্য জমি  ছাড়তে হবে ক্যালকাট্টা পুলিশ ও ক্যানেলস  ক্লাব ,রাজস্থান  ক্লাব ,খিদিরপুর  ক্লাব  এবং কালীঘাট ক্লাব কে ।

 

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।