নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : জমি জোটে আটকে রয়েছে জোকা এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের কাজ ,মূলত মোমিনপুর থেকে স্প্লানেডের অংশে নির্মাণের কাজ বন্ধ রয়েছে । পার্ক স্ট্রিট এবং এস্প্লানেডের নতুন মেট্রোর মাটির নিচের স্টেইন তৈরির জন্য অনেক খানি জমি প্রয়োজন সেই জন্য বিধান মার্কেট ছাড়াও স্টেশন নির্মাণের জন্য জমি ছাড়তে হবে ক্যালকাট্টা পুলিশ ও ক্যানেলস ক্লাব ,রাজস্থান ক্লাব ,খিদিরপুর ক্লাব এবং কালীঘাট ক্লাব কে ।