নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কিছুদিন পূর্বে সিবিআইয়ের ডাইরেক্টর কলকাতা এসে পূর্বাঞ্চলীয় যুগ্ন অধিকর্তা ও আধিকারিক দের সঙ্গে বৈঠক করেছিলেন ।এখন বোঝা যাচ্ছে এই অঞ্চলের বিভিন্ন মামলার গতি বাড়াতে এই পদক্ষেপ ,জানা যাচ্ছে আজকে অভিষেক ব্যানার্জির মামলার শুনানি তে ইডি র তরফে সওয়াল করার কথা কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এসবি রাজু কে ।তিনি নিয়ে আসতে পারেন বিভিন্ন নথি পত্র ,অভিষেকের সাথে নিয়োগ দুর্নীতি মামলার যোগ সূত্র পাওয়া গিয়েছে ।