খবর > Country

আজ দিল্লিতে আর এস এস য়ের সাথে বৈঠক করবেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা

Updated : 07/24/2023, IST

 নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ দিল্লিতে রাজ্য বিজেপির সাংগঠনিক অবস্থা খতিয়ে দেখতে আরএস এস য়ের  শীর্ষ নেতৃত্ব বৈঠক  করবেন  রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ।জানা যাচ্ছে  পাঁচলা  ও মালদহে নারী নিগ্রহ ও পশ্চিমবঙ্গের  আইন শৃঙ্খলার পরিস্থিতি  এই বিষয়টি ও উঠে আসবে ।সময় পেলে শুভেন্দু অধিকারী দেখা করতে পারেন অমিত শায়ের সাথে ।আর  এস এস য়ের  পূর্তি  উপলক্ষে রাজ্যের নেতাদের সাথে বৈঠক হতে পারে ।

 

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।