নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সেনসেক্স ও নিফটির সূচক সর্বোচ্চ উচ্চতা ছুঁয়ে ফেলার মুখে কিন্তু দেশের আমজনতা নির্ভর করে দেশের আমজনতা নির্ভর করে বিভিন্ন সরকারি প্রকল্পের উপর ।বর্তমানে ভারত সরকারের ফ্লোটিং রেট বন্ড সব থেকে বেশি বার্ষিক সুদ দিচ্ছে তাহলো ৮.০৫%।এএ এ রেটিং যুক্ত এনবিএফসি ৮.৩৫% সাধারণের জন্য আর প্রবীণদের জন্য ৮.৬০%।দুই বছরের মহিলা সন্মান সেভিংস সাধারণ ও প্রবীণদের জন্য দিচ্ছে ৭.৫০%,জাতীয় সঞ্চয় পত্র দিচ্ছে ৭.৭% উভয়ের জন্যই ।