খবর > Economy

কোথায় কত সুদ পাচ্ছেন দেশের নাগরিকেরা

Updated : 07/24/2023, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সেনসেক্স ও নিফটির সূচক  সর্বোচ্চ উচ্চতা ছুঁয়ে ফেলার মুখে কিন্তু  দেশের আমজনতা নির্ভর করে দেশের  আমজনতা নির্ভর করে বিভিন্ন  সরকারি প্রকল্পের উপর ।বর্তমানে ভারত সরকারের ফ্লোটিং রেট বন্ড সব থেকে বেশি বার্ষিক সুদ দিচ্ছে  তাহলো ৮.০৫%।এএ এ  রেটিং যুক্ত এনবিএফসি  ৮.৩৫% সাধারণের জন্য আর প্রবীণদের জন্য ৮.৬০%।দুই বছরের মহিলা সন্মান  সেভিংস  সাধারণ ও প্রবীণদের জন্য দিচ্ছে ৭.৫০%,জাতীয় সঞ্চয় পত্র দিচ্ছে ৭.৭% উভয়ের জন্যই ।

 

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।