খবর > Country

আজকের রাশিফল ( ২৫ সে জুলাই )

Updated : 07/25/2023, IST

মেষ - সন্তানের স্বাস্থ্যের অবনতিতে দুশ্চিন্তা 

বৃষ - কাউকে ঋণ  দিলে তা ফেরত পাওয়া কঠিন 

মিথুন - আপনার স্বপ্ন সফল করতে পরিশ্রম দরকার 

কর্কট- প্রিয়জনের শুভ লাভ ত্বরানিত্ব হতে পারে 

সিংহ  - নিজের বিষয়ে নিজে সিদ্ধান্ত নেওয়া  ভালো 

কন্যা - সম্পত্তি  কেনা কিযে গুরুজনের সাথে মতনত্বর 

তুলা - সাহসী মনোভাবের জন্য শত্রুরা আপনাকে সমীহ করবে 

বৃশ্চিক- মৌলিক চিন্তা ধারা কর্ম স্থলে আদৃত হবে 

ধনু - দুঃস্থ্য  আত্মীয় কে সাহায্য করতে হবে 

মকর - দুঃসময়ে  পড়শিদের পাশে দাঁড়াতে গিয়ে অপমানিত হবেন 

কুম্ভ - বেদ  পুরান চর্চার ইচ্ছে বাড়বে 

মীন - গবেষণার সুযোগ হাতছাড়া করা ঠিক হবেনা 

আজকের রাশিফল ( ২৫ সে জুলাই )

Updated : 07/25/2022, IST

মেষ - পুলিশি  ঝামেলা এড়িয়ে চলুন 
 
বৃষ -ঘরে বাইরে ভাবাবেগ নিয়ন্ত্রণ  করুন 
 
মিথুন -প্রয়োজনীয় কাজের জন্য দূরে কোথায় যেতে হতে পারে 
 
কর্কট  -পথে ঘাটে  চলাফেরায়  বাড়তি সতর্কতা দরকার 
 
সিংহ -ঋণশোধের  পরিকল্পনা ধাক্কা খেতে পারে 
 
কন্যা -বহু ব্যয়ে কাজ কর্ম ব্যাহত হতে পারে 
 
তুলা -পিতার  স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে 
 
বৃশ্চিক -সম্পত্তি ক্রয় ও নতুন গৃহের জন্য আর্থিক পরিকল্পনা দরকার 
 
ধনু  -শশুর কুল থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা 
 
মকর  -পকেটমারি তে অর্থক্ষতির সম্ভাবনা 
 
কুম্ভ -চলাফেরা তে অসুবিধা ও কাজকর্ম ব্যাহত হতে পারে 
 
মীন - কাছে পিঠে সপরিবারে ভ্রমণের চিন্তা 

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।