নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মার্চ মাসে অছি পরিষদের বৈঠকে ঠিক হয়েছিল গত অর্থবর্ষের জন্য কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের জমা টাকা তে ৮.১৫% সুদ দেওয়া হবে ।গত সোমবার অর্থমন্ত্রকের জারি হওয়া নির্দেশিকায় জানানো হয়েছে যে পিএফ কর্তৃপক্ষ ৬ কোটির ও বেশি সদস্যের পিএফ একাউন্টে সুদের টাকা জমা করার নির্দেশ দিয়েছেন ।