খবর > Country

আজকের রাশিফল ( ২৬ সে জুলাই )

Updated : 07/26/2023, IST

মেষ - কর্মস্থলে অকারণ বিতর্ক এড়িয়ে চলুন 

বৃষ  - বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্য 

মিথুন - পৈতৃক  ব্যবসার লগ্নিতে রাশ টানুন 

কর্কট - কোনো আত্বিয়ের  দেখভালের দায়িত্ব নিতে হবে 

সিংহ - ক্ষমতা ও পরাক্রম  বৃদ্ধি পেলেও তা প্রকাশ করবেন না 

কন্যা - প্রিয়জনের বিয়ের বিষয়ে প্রাথমিক কথা বার্তা শুরু 

তুলা - কর্মস্থলে বিপদ আপদ কাটিয়ে সুনাম অর্জন করুন 

বৃশ্চিক - ভুল বোঝাবুঝির জন্য দীর্ঘদিনের বন্ধুত্বে ছেদ  পড়বে 

ধনু - কোনো বেফাঁস  মন্তব্য করবেন না 

মকর -বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের  সুবাদে পদোন্নতি 

কুম্ভ - তুচ্ছ কারণে মতবিরোধ 

মীন - উদাসীনতার জন্য বড় ধরণের আর্থিক ক্ষতির আশঙ্কা 

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।