নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : করণ জোহর পরিচালিত রকি আউর রানী ছবিটি মুক্তি দেশের বিভিন্ন প্রেক্ষা গৃহে ।৭ বছর পর পরিচালনা তে ফিরলেন করণ জোহর ।ছবির বিশেষ স্ক্রিনিং ও টিকিট বিক্রির অঙ্ক দেখে এনালিস্ট রা ছবির ব্যবসার বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন ।ছবিটি তে আছেন ধর্মেন্দ্র ,জয়া বচ্চন ,টোটা রয় চৌধুরীর মত শিল্পীরা ।