খবর > Country

অভিষেক ও রুজিরার বিরুদ্ধে লুক আউট নোটিশ প্রত্যাহারের নির্দেশ শীর্ষ আদালতের

Updated : 07/29/2023, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :শীর্ষ আদালত অভিষেক ও তার স্ত্রীর নামে  লুকআউট সার্কুলার  প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে ,।গত ৫ জুন বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরে আটকানো হয়েছিল রুজিরা কে ।তার পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তারা । এইবার অভিষেকের  চিকিৎসার  জন্য বিদেশ যাওয়ার দরকার ছিল । এই পরিস্থিতি তে সুপ্রিম কোর্ট বলেন ,যদি অভিযুক্তের বিদেশে গা ঢাকা দেওয়ার  আশঙ্কা না  থাকে ,তাহলে দেশের নাগরিকদের বিদেশে যাওয়ার অধিকার আছে ।

 

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।