নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ব্যাঙ্ক কর্মী ও অফিসারদের বেতন সংশোধন ও অন্যান্য বিষয় নিয়ে উনিয়াটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন ও ব্যাঙ্ক মালিক দের সংগঠন আইবিএ মধ্যে আলোচনা শুরু হয়েছে,গতকাল প্রথম দিনে এক শ্রেণীর অবসর প্রাপ্ত্য কর্মী ও অফিসারদের পেনশন বৃদ্ধি নিয়ে চুক্তি হয়েছে । আই বকের রাজ্য সম্পাদক ও অল ইন্ডিয়া ন্যাশনালিসেড ব্যাঙ্ক অফিসারদের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস বলেন ২০০২ শালের ৩১ সে অক্টোবরের মধ্যে যারা অবসর নিয়েছেন তাদের ক্ষেত্রেই চুক্তি কার্যকর হবে ।