নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : জেট এয়ারওয়েজের তরফে জালান ও কালরক ঘোষ্ঠী গতকাল জানান ,জেট পরিষেবা কে শর্তসাপেক্ষে উড়ানের অনুমতি দিয়েছে ডিজিসিএ এই জন্য জরুরি এয়ার অপারেটর সার্টিফিকেট ,গত সপ্তাহের শেষে পুনর্নবীকরণ করেছে বিমান নিয়ন্ত্রক সংস্থা ।তবে জানা যাচ্ছে শর্তসাপেক্ষে ৩ সেপ্টেম্বর অব্দি এই সংসাপত্র পুনর্নবীকরণ করা হয়েছে ।