খবর > Country

আজকের রাশিফল (২ রা অগাস্ট )

Updated : 08/02/2023, IST

মেষ - স্বাস্থ্যের দিকে নজর দিন 

বৃষ - আমদানি রফতানি ব্যবসায়ে আপাতত বাড়তি বিনিয়োগ  না করাই  উচিত 

মিথুন - কর্মক্ষেত্রে পদোন্নতির সুবাদে সমাজে  প্রতিপত্তি বৃদ্ধি 

কর্কট - মৌলিক গবেষণা ও পরিকল্পনা  তে সাফল্যে হতাশা  কমে যাবে 

সিংহ - দেরিতে হলেও কর্ম  উন্নতির দরজা খুলে যাবে 

কন্যা - অতিরিক্ত উচ্চাভিলাষ থেকে বিড়ম্বনা 

তুলা -জমি ক্রয় বিক্রয় নিয়ে পিতা  মাতার সাথে বিবাদ 

বৃশ্চিক - চুরি অথবা পকেটমারিতে  অর্থক্ষতি 

ধনু -চুরি বা পকেটমারিতে আর্থিক ক্ষতি 

মকর - বেহিসাবি খরচার  জন্য সঞ্চয় তলানি তে যাবে 

কুম্ভ - আপদ বিপদে আইনি সাহায্য নিতে পারেন 

মীন - কর্মস্থলে জটিলতা বৃদ্ধির আশঙ্কা 

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।