নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : অমিতাভ বচ্চন কয়েকদিন আগেই টেলিভিশন পর্দায় ফেরার কথা আভাস হিসাবে দিয়েছিলেন । গতকাল সনি এন্টারটেইনমেন্ট সংস্থা কেবিসি ১৫ নম্বর সিজিন টি আসার কথা সরকারি ভাবে ঘোষণা করেন । সঞ্চালনার দায়িত্বে থাকবেন অমিতাভ বচ্চন ।এই শো শুরু সময় সঞ্চালক ছিলেন শাহরুখ খান ,তার পর থেকেই অমিতাভ বচ্চন ধারাবাহিক ভাবে এই শো টি করে আসছেন ।