নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পাসমানদা মুসলিমদের ভরসা জয়ে প্রাক্তন রাষ্ট্রপতি এপি জে আব্দুল কালাম কে আইকন হিসাবে তুলে ধরে ইতিমধ্যে দেশজুড়ে স্নেহ যাত্রা শুরু করেছে বিজেপি ।পরবর্তী পদক্ষেপ সংখ্যালঘু মহিলাদের আস্থা অর্জন ,আগামী সোমবার ৩০ সে অগাস্ট রাখি উৎসব উপলক্ষে সংখ্যালঘু মহল্লা তে গিয়ে মুসলিম মহিলা দের হাত থেকে রাখি বাঁধার নির্দেশ দিয়েছেন বিজেপির নেতা কর্মীদের ।