নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : অভিনেত্রী পরিণীতি চোপড়া ক্যারিয়ারে অনেকদিন ধরেই কোনো হিট ছবি নেই ,সেই ক্ষরা কাটাতেই হিট ছবির প্রযোজক দীনেশ ভিজানের হাত ধরলেন পরিণতি ।জানা যাচ্ছে নারীকেন্দ্রিক একটি মিউজিক্যাল ছবিতে কাজ করবেন পরিণতি ,একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন অনুপম খের ।অক্টোবর থেকে শুরু হবে শুটিং ,ইমতিয়াজ আলীর পরিচালনা তে জন প্রিয় গায়ক অমর সিংহ চোমিকিলার বায়ো পিক চমকিলা তে রয়েছেন পরিণতি ।