নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রবিবার সকাল ১১:১৫ নাগাদ দিল্লী থেকে ভার্চুয়াল মাধ্যমে দেশের ৫০৮ টি স্টেশনের খোলনলচে বদলানোর উদ্যোগ নিলো ভারতীয় রেল ।এই প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং ।তার জন্য বরাদ্দ করা হয়েছে ১৫০৩ কোটি টাকা ।তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ৩৭ টি স্টেশন ।আসানসোল ডিভিশনের ৫ টি স্টেশন কে একদম বিমানবন্দরের ধাঁচে তৈরি করা হবে ।আধুনিকীকরণের তালিকা তে রয়েছে শিয়ালদাহ মেইন লাইনের ৭ টি স্টেশন ।তার মধ্যে ব্যারাকপুর রেল স্টেশনের জন্য বরাদ্দ হয়েসে ২৬.৭ কোটি টাকা ।