নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : লন্ডনে এক রুশ বান্ধবীর ব্যাঙ্ক একাউন্টে এই রাজ্যের এক প্রভাবশালীর কালো টাকার খোঁজ মেলার পরেই ইডি র আতশ কাঁচের তলাতে আছে ১৫ জন বিদেশিনীর একাউন্ট । যাদের মধ্যে বেশ কয়েক জন ফিলিপিন্সের বাসিন্দা ,তদন্তকারীদের দাবি একই ভাবে টাকা রেখেছেন রাজ্যের বেশ কিছু প্রভাবশালী , টাকা জমা পড়েছে হংকং থাইল্যান্ড মালেশিয়া সহ বিভিন্ন দেশে ,মডেলদের একাউন্টে ,তারা ওই টাকা রাখার জন্য ৫% করে কমিশন পেতেন ।
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : লন্ডনে এক রুশ বান্ধবীর ব্যাঙ্ক একাউন্টে এই রাজ্যের এক প্রভাবশালীর কালো টাকার খোঁজ মেলার পরেই ইডি র আতশ কাঁচের তলাতে আছে ১৫ জন বিদেশিনীর একাউন্ট । যাদের মধ্যে বেশ কয়েক জন ফিলিপিন্সের বাসিন্দা ,তদন্তকারীদের দাবি একই ভাবে টাকা রেখেছেন রাজ্যের বেশ কিছু প্রভাবশালী , টাকা জমা পড়েছে হংকং থাইল্যান্ড মালেশিয়া সহ বিভিন্ন দেশে ,মডেলদের একাউন্টে ,তারা ওই টাকা রাখার জন্য ৫% করে কমিশন পেতেন ।