খবর > Country

আজকের রাশিফল ( ৮ অগাস্ট )

Updated : 08/08/2023, IST

মেষ - বড় ধরণের  আঘাত লাগতে পারে 

বৃষ - বিনিয়োগ করলে সুফল মিলবে 

মিথুন -গবেষক ও বিদ্যার্থীদের জন্য সময়টি শুভ 

কর্কট - সুযোগ হাতছাড়া করলে আখেরে পস্তাতে হবে 

সিংহ -কাছে পিঠে সপরিবারে ভ্রমণের চিন্তা 

কন্যা -সপরিবারে তীর্থ ভ্রমণের ভাবনা 

তুলা - বৈষয়িক  গোলোযোগে সংসারে অশান্তি বাড়বে 

বৃশ্চিক- নতুন কোন কাজের ঝুঁকি নেওয়া  ঠিক হবেনা 

ধনু -কর্মস্থলে মনরম  পরিবেশ থাকায় মন  শান্ত থাকবে 

মকর - অতন্ত্য পরিশ্রম করে সম্মানের জায়গা ধরে রাখতে হবে 

কুম্ভ - দরকারি কাগজ ভুল করে কোথাও ফেলে রেখে আস্তে পারেন 

মীন - প্রিয়জনের কর্মপ্রাপ্তির সংবাদ পেতে পারেন 

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।