নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সুপ্রিম কোর্টের নির্দেশে মনিপুর হিংসা তে তদন্ত করার জন্য এবং হিংসার ফলে ক্ষতিগ্রস্থদের ত্রাণ ও পুনর্বাসনের উপর নজরদারি করতে তিন প্রাক্তন মহিলা বিচারপতির কমিটি তৈরি করা হবে বলে জানালো সুপ্রিম কোর্ট ।বিচারপতি চন্দ্রচূড়ের
বেঞ্চ জানান পাশাপাশি সিবিআই তদন্তে ভিন রাজ্যের ৫ ডেপুটি সুপার স্তরের অফিসার যোগ দেবেন ,এই ছাড়াও মনিপুর তদন্তে যুক্ত ৪২ টি তদন্ত কারী দলে (সিটের ) উপরে ভিন রাজ্যের ডিআইজি স্তরের অফিসারেরা নজরদারি করবে বলে জানা গেছে।