নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আন্ত ফিনের (নেদারল্যান্ডের ) হাত থেকে ১০.৩ % শেয়ার হাতে নিতে চলেছে পেটি এম ।আর্থিক পরিষেবা সংস্থাটির মূল সংস্থা ওয়ান নাইন সেভেনের প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা এই কথা জানান ।তবে এই চুক্তিতে নগদের লেনদেন হবেনা ,ওই শেয়ারের আর্থিক নিয়ন্ত্রণ থাকবে আনতো ফিনের হাতেই ।