নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গোটা ইন্ডিয়া শিবিরের বিরোধিতা সত্ত্বেও দিল্লি আমলাদের নিয়ন্ত্রণ সংক্রান্ত বিল গোটা বিরোধী শিবিরের বিরোধিতা সত্ত্বেও পাশ করিয়ে নিলো মোদী সরকার,ওয়াই এসার রেড্ডি ও নবীন পট্টনায়েকের সহযোগিতায় ।ভোটাভুটি তে বিরোধীরা পরাজিত হয়,সরকার ওই বিল পাশ করিয়ে নেয় ১৩১-১০২ ভোটে ।মরিয়ারা বিলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য এত মরিয়া ছিলেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ হুইল চেয়ারে করে এবং ঝাড়খন্ড মুক্তি মোর্চার শিবু সোরেন এম্বুলেন্সের করে ভোট দেন ।