খবর > Country

আজকের রাশিফল ( ৯ অগাস্ট )

Updated : 07/23/2023, IST

মেষ - গৃহে নতুন অতিথি আগমনের সংবাদ 

বৃষ - কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির ধরিয়ে  বিষ নজরে পড়বেন 

মিথুন - চলাফেরায় বাড়তি সতর্কতা দরকার 

কর্কট - প্রভাবশালী ব্যক্তির সঙ্গে  মনের ইচ্ছে পূরণ না হতেও পারে 

সিংহ  -পিতা  মাতার সঙ্গে মনোমালিন্য মানসিক ক্লেশ 

কন্যা -আদর্শ অটল  থাকায় অনেক ঋণীদের  কাছ থেকে টাকা  না 

তুলা -বেদ ও পুরান চর্চায় মানসিক শান্তি 

বৃশ্চিক- আর্থিক সমস্যা দেখা  দিলেও তা সামলাতে পারবেন 

ধনু -কূটকৌশলে শত্রুকে পরাস্ত  করে কার্যউদ্ধার 

মকর -শারীরিক সমস্যা অল্পবিস্তর থাকতে পারে 

কুম্ভ - ব্যবসায়ে বাড়তি বিনিয়োগে সাফল্যের জোর 

মীন -শত্রুর শক্তিক্ষয়ে আপাতত উদ্বেগের অবসান 

আজকের রাশিফল ( ৯ অগাস্ট )

Updated : 08/09/2022, IST

মেষ - গুণী ও সজ্জন ব্যক্তির আত্মিক উন্নতির পথ নিতে পারে 
 
বৃষ -আলস্য অথবা উদাসীনতা তে কাজের সুযোগ হাতছাড়া না করাই  ভালো 
 
মিথুন -কারুর চক্রান্তে সাময়িক ভাবে গোলযোগের মধ্যে পড়তে পারেন 
 
কর্কট -প্রিয়জনের সাথে বিরোধে মানসিক শান্তি নষ্ট 
 
সিংহ -অল্প বিস্তর শারীরিক সমস্যা তে কাজের কোনো ক্ষতি হবেনা 
 
কন্যা -বহুদিনের আটকে থাকা কাজ উৎরে যেতে পারে 
 
তুলা - উচ্চশিক্ষা ও গবেষণা মূলক কাজে হটাৎ বাঁধা 
 
বৃশ্চিক -ব্যবসায়িক সাফল্যে বিলম্বের আশঙ্কা 
 
ধনু -হিসাব সংরক্ষণের কাজে ভুলচুক হতে পারে 
 
মকর -জ্যোতিষ চর্চায় অগ্রগতি 
 
কুম্ভ -সপরিবারে ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে 
 
মীন -বিকল্প কাজের চেষ্টা চালিয়ে যাওয়া দরকার 

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।