নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সংসদে মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে রাহুল গান্ধীর বক্তিতা দেওয়ার কথা ছিল ।তার বদলে উপ দলনেতা গৌরব গগৈ কে দিয়ে আক্রমণ শুরু করলেন কংগ্রেস ।অধীরকে গুগলি বলে আক্ষা দেন ।তিন দিন ধরে সংসদে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা তে রাহুল আদো অংশ নেবেন কিনা তাই নিয়ে ধোঁয়াশা রয়েছে । তবে মোদী আগামী বৃহস্পতিবার তার জবাবি বক্তিতা দেবেন ।