নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সিবিআই সূত্রের খবর বিধায়ক জীবন কৃষ সাহার মোবাইলের চ্যাট উদ্ধার করে তারা যা পেয়েছেন তা দেখে তারা হতবাক । বিধায়কের আচরণ অনেকটা সেলসম্যানের মত ।এক গ্রাহক বিধায়ক কে বলেন চারিদিক থেকে খুব চাপ আসছে ,আপনি চাকরি না হওয়া তে টাকা তা ফেরত দিন ।উত্তরে বিধায়ক বলেন আপাতত ৬ লক্ষ্য টাকা দিয়েছি ,কিন্তু তারা পুরো ১২ লক্ষ্য টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দেন ,তখন বিধায়ক বলেন বাড়াবাড়ি করলে পুলিশে ধরিয়ে দেব "।