নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত পরশু সংসদে অনাস্থা প্রস্তাবে জে ৫ জন ইন্ডিয়া জোটে সংসদে ভোট দানে বিরত ছিলেন তাদের মধ্যে প্রথম হলেন রাষ্ট্রীয় লোকদলের নেতা জয়ন্ত চৌধুরী । এই ব্যাপারটি খুব বার্তা বল মনে করছে ওয়াকিবহাল মহল ।এই ছাড়াও আছে নির্দল সাংসদ কপিল সিব্বল ,প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া এবং বরখাস্ত হওয়া আপ সাংসদ সঞ্জয় সিংহ ,এবং রাজ্যসভার চেয়ারম্যানের পদে থাকা হরিবংশ সিংহ ।