নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : স্মৃতি ইরানি সহ বিজেপির মহিলা সদস্য রা রাহুল গান্ধীর বিরুদ্ধে সংসদে "মোহাব্বত কি দোকানের " উড়ন্ত চুমু নিয়ে দুরন্ত ঝড় তুলে দিলেন ।এই নিয়ে কংগ্রেস সাংসদের নামে নতুন অভিযোগ জমা পড়লো লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে ।জানা গিয়েছে ,লোকসভা তে অনাস্থা প্রস্তাবে বক্তিতা করে যাওয়ার মুখে তিনি বিজেপি সাংসদ দের মুখে উড়ন্ত চুমু ছুঁড়ে দেন ।