খবর > Entertainment

টলিউডে যাত্রা শুরু করলেন বাংলাদেশী অভিনেত্রী

Updated : 07/23/2023, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক  : চঞ্চল চৌধুরী তাসনিয়া ফারিন ও জয়া  আহসানের পরে  বাংলাদেশী অভিনেত্রী  নৌসাবা  আহমেদ  এইবার প্রযোজক ও পরিচালক অনিক দত্তের  "যত  কান্ড  কলকাতা " ছবিতে অভিনয় করতে চলেছেন ।নৌসাবা বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ।
ফেলুদার মগজাস্ত্র  ও  ধাঁধার  বিভিন্ন সূত্র কে কেন্দ্র করে এই ছবির চিত্রনাট্য সাজিয়েছেন  অনিক ,মুখ্য চরিত্রে আছে আবির চ্যাটার্জি ,নৌসাবার  বিপরীতে থাকছেন সৃষ  চট্টোপাধ্যায় ।

 

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।