নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : চঞ্চল চৌধুরী তাসনিয়া ফারিন ও জয়া আহসানের পরে বাংলাদেশী অভিনেত্রী নৌসাবা আহমেদ এইবার প্রযোজক ও পরিচালক অনিক দত্তের "যত কান্ড কলকাতা " ছবিতে অভিনয় করতে চলেছেন ।নৌসাবা বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ।
ফেলুদার মগজাস্ত্র ও ধাঁধার বিভিন্ন সূত্র কে কেন্দ্র করে এই ছবির চিত্রনাট্য সাজিয়েছেন অনিক ,মুখ্য চরিত্রে আছে আবির চ্যাটার্জি ,নৌসাবার বিপরীতে থাকছেন সৃষ চট্টোপাধ্যায় ।