খবর > Country

আজকের রাশিফল ( ১১ অগাস্ট )

Updated : 08/11/2023, IST

মেষ -অকারণ অসন্তোষ আপনাকে কষ্ট দেবে 

বৃষ - সন্তানের  গণিত বিজ্ঞান গবেষণা তে সাফল্য 

মিথুন - বিলাদ্রব্যের ব্যবসা তে বাড়তি বিনিয়োগ করবেন না 

কর্কট - প্রিয়জনের বিয়ের কথা বার্তা ভেস্তে যাওয়ার সম্ভাবনা  

সিংহ- বিশেষ কাউকে ঘিরে দাম্পত্য কলহ 

কন্যা - জ্যোতিষ ও রহস্য বিদ্যা চর্চায় আগ্রহ 

তুলা -ধর্মশাস্ত্র শ্রবণ ও সজ্জন সান্নিধ্য 

বৃশ্চিক - ঋণশোধের পরিকল্পনা ব্যাহত হবে 

ধনু - সন্তানের উচ্চশিক্ষা ও গবেষণার জন্য অর্থের সংস্থান হতে পারে 

মকর - মৌলিক কুশলতায় কর্মে অপ্রত্যাশিত সাফল্য 

কুম্ভ - কর্তৃপক্ষের সঙ্গে মতনত্বরে  পদোন্নতি তে বাঁধা 

মীন - বহুদিনের কোন স্বপ্ন পূরণের সম্ভাবনা 

আজকের রাশিফল ( ১১ অগাস্ট )

Updated : 08/11/2022, IST

মেষ -নেতৃপীড়া  নিয়ে মানসিক সমস্যা বাড়তে পারে 
 
বৃষ - হস্তশিল্পে  দক্ষতার জন্য বিকল্প কর,ও সংস্থান ভাবুন 
 
মিথুন -পারিবারিক সহায়তা তে যেকোনো বাঁধা  অনায়াসে অতিক্রম করবেন 
 
কর্কট  -শত্রুর  মোকাবিলা তে  আইনি প্রস্তুতির দরকার 
 
সিংহ -প্রবাসী প্রিয়জনের থেকে বৈদেশিক মূল্যবান দ্রব্য পেতে পারেন 
 
কন্যা -কর্ম ক্ষেত্রে সন্মান  বৃদ্ধি পেতে পারে 
 
তুলা -মানসিক অস্থিরতায় কর্মে বাঁধা 
 
বৃশ্চিক -জলপথে ভ্ৰমণ না করাই  উচিত 
 
ধনু  -প্রিয়জনের বিয়ের কথা বার্তা  শুরু হবে 
 
মকর -উঁচু স্থান থেকে পরে  দেহে আঘাত লাগতে পারে 
 
কুম্ভ -পথে  ঘাটে  চলাফেরায় বাড়তি সতর্কতা দরকার 
 
মীন -ললিত  কলা  চর্চায় বুৎপত্যি 

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।