নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল রিসার্ভ ব্যাঙ্কের রিন্ নীতি কমিটি ঘোষণা করেন পরিবর্তনশীল সুদের হারে নেয়া ঋণ কে স্থির সুদে বদলের সুবিধা ।ব্যাঙ্ক গুলিকে এমন ব্যবস্থা আনতে বলা হয়েছে ,যাতে গ্রাহকদের মতামত ছাড়া ঋণ শোধের মেয়াদ অযৌতিক ভাবে বাড়ানো না ।ব্যাঙ্কিং মহলের দাবি স্থির সুদে রিন্ নিলে কোনো অবস্থায় তা পরিবর্তন হয়না ,ফলে সুদ বাড়লে চাপে পড়তে হয় গ্রাহক কে ।সেই খান থেকে নিষ্কৃতি দিতে চাইছে সরকার ।