নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন নারায়ণ মূর্তি গতকাল কলকাতা তে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক সমাবর্তন অনুষ্ঠানে তার বক্তব্য রাখতে গিয়ে বলেন ,ভারত গত তিন দশকে প্রসংশা যোগ্য আর্থিক উন্নতি করলেও শিক্ষা ,স্বাস্থ্য,অপুষ্টি এবং কৃষি ও আবাসনে জমির সমস্যার সমাধান করা যায়নি ।তার মতে আর্থিক বৈষম্য বাস্তব ,কিন্তু আর্থিক উন্নতির সুফল দরিদ্রের কাছে পৌঁছানো বাধ্যতামূলক ।