নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কেন্দ্র ও রাজ্য প্রশাসনিক সূত্রের খবর খুব তাড়াতাড়ি আমূল বদলে যেতে চলেছে কেন্দ্রীয় প্রকল্পের টাকা জমার পদ্ধতি ।নতুন নিয়মে প্রকল্পের টাকা রাখা থাকবে রিসার্ভ ব্যাঙ্কে ,রাজ্যের যখন যা প্রয়োজন তখন তা পাওয়া যাবে।আগের মত আর একাউন্টে ফেলে রাখা যাবেনা টাকা ।প্রকল্পের প্রতিটি পর্বের জন্য কেন্দ্রীয় ব্যাঙ্কের কাছে তা চাইতে হবে হিসাব বুঝিয়ে দিয়ে।এই নিয়ম লাগু হবে পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যের ক্ষেত্রে ।