নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শেয়ার দ্বরে কারচুপি নিয়ে হিন্ডেন্ডবার্গ রিসার্চের আনা অভিযোগের স্বাধীন তদন্ত না করানোর জন্যই আদানি পোর্টস এন্ড স্পেশাল ইকোনোমিক জোনে অডিওটরের পদ ছাড়ার অন্যতম কারণ বলেন জানাচ্ছেন ডেলয়েট কর্তৃপক্ষ ।তাদের দাবি বারং বার আবেদন করার পরেও স্বাধীন তদন্তের জন্য আদানি রা তাদের অনুমতি দেয়নি ।হিন্ডেনবার্গের কর্ণধার ডেলয়েটের বক্তব্য কে সমর্থন করেছেন ।