নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বায়ু সেনার তরফে জানানো হয়েছে চীন ও পাকিস্তানের উপর নজরদারির জন্য উত্তর ভারতের একটি বিমানঘাঁটিতে বায়ুসেনা মোতায়েন করলো হেরোন মার্ক ২ ড্রোন । ড্রোন স্কোয়াডের কম্মান্ডের পঙ্কজ রানা দাবি করেন ,রোদ বৃষ্টি ঝড় সব কিছুতেই একটানা ৩৬ ঘন্টা উড়তে পারে এই ড্রোন ,এই ছাড়াও শুন্যের নিচে থাকা তাপমাত্রা তেও উড়তে সক্ষম এটি।যুদ্ধ বিমানের হামলার লক্ষ্য বস্তুকে দূর থেকে আলো ফেলে চিন্নিত করতে সক্ষম এই ড্রোন ।