নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল রাজ্য সভাতে রেল মন্ত্রী শুন্য পদের যে তথ্য পেশ করেন তাতে দেখা যাচ্ছে ২.৫ লক্ষ্য শুন্য পদের জন্য চূড়ান্ত নিয়োগ হয়েছেন ১লক্ষ্য ৪৭ হাজার ২৮০ জন ।তার পরেও পদ রয়ে যাবে ,নন গেজেটেড বিভাগে কর্মী লাগবে ৩.১২ লক্ষ্য ।এই পরিসংখ্যানের সূত্র ধরেই রাজ্য সভাতে বিরোধীরা বিদ্ধ করলেন কেন্দ্রীয় সরকার কে ,মোট শুন্য পদের মধ্যে টেকনিক্যাল পদে সব থেকে ৩২,৪৬৮পদ শুন্য আছে উত্তর রেলে ।