নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এই বছর রাজস্থান মধ্য প্রদেশ সহ পাঁচ রাজ্যে বিধান সভা নির্বাচন , রান্নার গ্যাসের দাম বহুদিন ধরেই ১১০০ টাকার উপরে জ্বালানিও মহার্ঘ্য ।বিজেপির রাজ্য নেতারা কেন্দ্রীয় নেতৃত্বে কে জানিয়েছেন এই চড়া দাম মোদীজির বিশস্ত মহিলা ভোট ব্যাঙ্কের উপর প্রভাব ফেলতে পারে । তাই ভাবনা চিন্তা হচ্ছে যে রান্নার গ্যাসের দাম ও জ্বালানি তেলের দাম কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কমিয়ে দেওয়া ।