নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এনবিএফসি যারা ব্যাঙ্ক নয় অথবা পরিকাঠামোর ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ঋণ দেয়, তাদের ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করলো রিসার্ভ ব্যাঙ্ক ।এখন থেকে ওই ধরণের সংস্থার তহবিল (নেট ওউন ফান্ড ) হতে হবে ৩০০ কোটি টাকা । পাশাপাশি চাপানো হয়েছে আরো স্বর্তঃ ।