খবর > Country

আজকের রাশিফল ( ২০ সে অগাস্ট )

Updated : 07/23/2023, IST

মেষ - ব্যবসায়ে গতি আসবে 

বৃষ - ওষুধ ও রসায়ন দ্রব্যের ব্যবসায়ে বাড়তি  বিনিয়োগ 

মিথুন - প্রিয়জনের বিয়ে গোলোযোগে ভেস্তে  যাবে 

কর্কট - দুরূহ কোন কাজের দায়িত্ব  নেয়নি 

সিংহ - মানসিক শান্তি ব্যাহত হতে পারে 

কন্যা - কর্মক্ষেত্রে মৌলিক চিন্তা ধারা নিয়ে মত বিরোধ 

তুলা - উচ্চত্বর বিদ্যাঅর্জনের সুযোগ হাতছাড়া করবেন না 

বৃশ্চিক - সন্তানের উচ্চাকাঙ্খা কে উৎসাহ দিন 

ধনু - অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলা ভালো 

মকর - দুঃসাহসিক কাজের জন্য প্রশংসিত  হবেন 

কুম্ভ - একাধিক পথে আয়  বৃদ্ধি ও সঞ্চয় 

মীন - পৈতৃক ব্যবসায়ে বাড়তি বিনিয়োগে সাফল্য আসবে 

আজকের রাশিফল ( ২০ সে অগাস্ট )

Updated : 08/20/2022, IST

মেষ -মানসিক ক্লেশ 
 
বৃষ - প্রিয় বন্ধুর সাথে অল্পবিস্তর বাদানুবাদ 
 
মিথুন - দেরিতে হলেও কর্ম কুশলতার স্বীকৃতি 
 
কর্কট -প্রবাসে উপার্জনের নতুন সুযোগ আসতে  পারে 
 
সিংহ -পিত্ত বিকার জনিত রোগে  দুর্ভোগ 
 
কন্যা -নেত্র পীড়া  ভোগাবে 
 
তুলা -কারো উস্কানি তে পারিবারিক সমস্যা ঘোরালো হয়ে উঠবে 
 
বৃশ্চিক -প্রিয়জনের বিয়ের প্রাথমিক  কথা বার্তা এগোবে 
 
ধনু -কর্মক্ষেত্রে বহু বাস্ততা মানসিক চাপ  বাড়াবে 
 
মকর -নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন 
 
কুম্ভ - গুনগ্রাহী কর্তা ব্যক্তির  হস্তক্ষেপে কর্মে উন্নতি 
 
মীন -বুদ্ধি বিভ্রমে  ব্যবসা তে ব্যাপক ক্ষতির আশঙ্কা 

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।