নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এইচডি এফ সি ব্যাঙ্কের সাথে গৃহ ঋণ সংস্থা এইচ ডি এফসি মিশে যাওয়াতে চলতি অর্থবর্ষে দেশজুড়ে তারা ৭৮০০টি নতুন শাখা খোলার সিদ্ধান্ত নিয়েছে ।পশ্চিমবঙ্গে খোলা হবে ৭৭ টি ।উজ্জীবনের এমডি কাম সিএই ও জানান ২০% শাখা খোলা হবে নতুন করে পূর্বাঞ্চলে । তার মধ্যে পশ্চিমবঙ্গে খোলা হবে ১২ টি ।