খবর > Country

উত্তর প্রদেশ লোকসভার ৮০ টি আসন জেতার চেষ্টা করবে বিজেপি

Updated : 08/20/2023, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচনে  বিজেপি পাখির চোখ করেছে উত্তর প্রদেশের ৮০ টি আসন কেই । তারা ভরসা  করছে তিনটি অস্ত্রের উপরে সেই গুলি হচ্ছে  ১) নরেন্দ্র মোদির  ক্যারিশমা  ২)যোগী আদিত্যনাথের জাদু  ৩) সরকারের জনকল্যাণ মূলক  পরিষেবার উপর ।বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ২০২৪ নির্বাচনে ৮০ টি আসন জেতার জন্য মোদী ও যোগীর যুগ্ন ক্যারিশ্মার  উপর নির্ভর করছে । বিজেপি প্রধান কৌশল হলো নির্বাচনের জন্য তারা বুথ চিত্তিক  কর্মীদেড় এককাট্টা করা ।

 

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।