নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গরুপাচার ,কয়লা কেলেঙ্কারি থেকে নিয়োগ দুর্নীতির হাজার হাজার কোটি টাকা বিদেশ ঘুরে এই দেশের বেশ কয়েকটা নির্মাণ সংস্থায় ঢুকেছে বলে ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ ছিল । ইডি সূত্রের অভিযোগ দুর্নীতির কালো টাকা আট ঘাট বেঁধে গুছিয়ে রাখতে কে লাগানো হয়েছে বেশ কয়েকজন হিসাব রক্ষক কে । তার মধ্যে এক প্রভাবশালী ,ব্যক্তিগত হিসাবরক্ষকের ও আরো চারজনের ভূমিকা আতশ কাঁচের তলাতে ।