খবর > Country

মেরা বিল মেরে অধিকার প্রকল্পে চালু করতে চলেছে কেন্দ্র

Updated : 08/21/2023, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : জি এস টির  অধীনে কর দাতা  দের  পুরস্কৃত করতে মেরা  বিল মেরে অধিকার চালুর  কথা ভাবছে কেন্দ্রীয় সরকার ,আপাতত তার শেষ পর্যায়ের কাজ চলছে বলে এক সরকারি কর্তার দাবি ।তার আওতায় কোনো মানুষ জিএসটি  ইনভয়েস নির্দিষ্ট আপে |আপলোড করলে নগদ টাকা পাবে ।পুরস্কারের অংক  হবে ১০ লক্ষ্য  টাকা থেকে ১ কোটি টাকা অব্দি ।তবে মাসে সর্বাধিক ২৫ টি ইনভয়েস আপলোড করা যাবে  ,একেকটির ক্ষেত্রে মিনিমাম নূন্যতম ২০০ টাকার পণ্য কিনতে হবে ।

 

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।