নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : জি এস টির অধীনে কর দাতা দের পুরস্কৃত করতে মেরা বিল মেরে অধিকার চালুর কথা ভাবছে কেন্দ্রীয় সরকার ,আপাতত তার শেষ পর্যায়ের কাজ চলছে বলে এক সরকারি কর্তার দাবি ।তার আওতায় কোনো মানুষ জিএসটি ইনভয়েস নির্দিষ্ট আপে |আপলোড করলে নগদ টাকা পাবে ।পুরস্কারের অংক হবে ১০ লক্ষ্য টাকা থেকে ১ কোটি টাকা অব্দি ।তবে মাসে সর্বাধিক ২৫ টি ইনভয়েস আপলোড করা যাবে ,একেকটির ক্ষেত্রে মিনিমাম নূন্যতম ২০০ টাকার পণ্য কিনতে হবে ।