মেষ - হারানো দ্রব্য ফিরে পাওয়ার সম্ভাবনা
বৃষ -বিবাদ বিতর্ক থেকে দূরে থাকুন
মিথুন - আইনি জটিলতা তে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি পেতে দেরি হবে
কর্কট - অতিরিক্ত পরিশ্রমে মানসিক অবসাদ ও ক্লান্তি গ্রাস করবে
সিংহ - সংযমের অভাবে সর্বক্ষেত্রে বিপত্তি
কন্যা - বাড়ির ঝামেলার সমাধান হতে পারে
তুলা - কর্মক্ষেত্রে নিজের দোষে প্রতিকূল পরিস্থিতি তৈরি হবে
বৃশ্চিক - দাঁতের সমস্যা তে কষ্ট পাবেন
ধনু - তুচ্ছ কারণে অধিক ব্যয়ে আপসোস
মকর - কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা
কুম্ভ - জ্ঞাতি পড়শীর উৎপীড়ণ ঠেকাতে দ্রুত আইনের স্মরণ
মীন - কর্মস্থলে মৌলিক চিন্তা ভাবনার স্বীকৃতি মিলতে পারে