খবর > Country

আজকের রাশিফল ( ২৩ সে অগাস্ট )

Updated : 07/23/2023, IST

মেষ - অপচয় ও অপব্যয়  কমিয়ে সঞ্চয় বৃদ্ধি  

বৃষ - কর্ম উন্নতিতে প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধি 

মিথুন - অতিরিক্ত পরিশ্রমে মানসিক অবসাদ গ্রাস করতে পারে 

কর্কট -উটকো বাঁধা  বিপত্তি সামনে চলে আসতে  পারে 

সিংহ - বিদেশে কোন  বন্ধুর দুঃসংবাদে চিন্তা বাড়বে 

কন্যা -শততা  ও পরোপকারের মূল্য নাও পেতে পারেন 

তুলা -প্রতিপক্ষ দুর্বল হওয়াতে বশ্যতা স্বীকার  করে নেবে 

বৃশ্চিক - সাহসী  মনোভাবের জন্য সকলে আপনাকে সন্মান করবে 

ধনু - কপট বন্ধুর পরামর্শে বিনিয়োগ করে লোকসান হবে 

মকর - উপস্থিত  বুদ্ধির  জেরে শত্রুর জাল কেটে বেরিয়ে যাবেন 

কুম্ভ -অনৈতিক কাজের জেরে সম্পর্ক হানি 

মীন - সমস্যা কাটিয়ে কর্মে উন্নতির সুখবর মিলতে পারে 

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।