নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারতীয় সময় ৬ টা ৪ মিনিট হচ্ছে সেই মাহেন্দ্রক্ষণ যখন ভারতের পাঠানো চন্দ্রাযান চাঁদের দক্ষিণ মেরুর মাঠি স্পর্শ করবে ।পুরো চন্দ্রাযান ৩ নয় তার মধ্যে রাখা ল্যান্ডার বিক্রম এবং ভিতরে থাকা প্রজ্ঞান পৌঁছাবে চাঁদের মাটিতে । তার পরেই শুরু |হয়ে যাবে চাঁদের দক্ষিণ মেরুতে জরিপের কাজ । ভারতের আগে তিনটি দেশ চাঁদে কৃত্তিম উপগ্রহ পাঠাতে সক্ষম হয়েছে ,পারলে ভারত হবে
চতুর্থ দেশ এবং দক্ষিণ মেরুতে প্রথম দেশ যে ইটা করলো ।