খবর > Country

পেঁয়াজ নিয়ে ভারসাম্য রাখার নীতি গ্রহণ করলো কেন্দ্রীয় সরকার

Updated : 07/23/2023, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : টম্যাটোর  পর  পেঁয়াজ নিয়ে ভারসাম্য বজায়  রাখার নীতি গ্রহণ করলো কেন্দ্রীয় সরকার ।রাজনীতিতে পেঁয়াজের দাম বাড়লে ভোটে  বিজেপি সরকার কে তার খেসারত দিতে হবে ।অন্য দিকে চাষীরা ঠিকঠাক দাম না পেলে তার ক্ষোভ ও সামলাতে 
হবে ।কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রী গতকাল ঘোষণা করেছেন ,খোলা বাজারে ২৫ টাকা দ্বরে পেঁয়াজ বিক্রি করবে সরকার ,দাম নাগালের মধ্যে  রাখতে ।চাষীদের বাঁচাতে ২৪১০ টাকা প্রতি কুইন্টাল দ্বরে পেঁয়াজ কিনবে সরকার ,ভর্তুকি দেবে কেন্দ্রীয় সরকার ।

 

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।