নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শাখায় না গিয়েও ভিডিও মাধ্যমে কেওয়াই সি আপডেটের সুবিধা চালু করলো রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক অফ বরোদা ।তার জন্য ব্যাঙ্কের ওয়েবসাইটে আবেদন জানাতে হবে গ্রাহকদের ।গ্রাহক কে হতে হবে ভারতীয় নাগরিক এবং প্রাপ্ত্য বয়স্ক থাকতে হবে প্যান ও আঁধার।সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে ভিডিও কল করা হবে গ্রাহকদের ।